সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে প্রতিক্রিয়া জানালেন নাঈম
এক যুগ অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। রোববার (৩০ নভেম্বর) প্রথম ডাকেই চমক দেখেছে সবাই। ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এতেই আসন্ন বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বনে যান নাঈম। জাতীয় দলের এই তারকা ব্যাটার ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। যার ভিত্তিমূল্য শুরু হয় ৫০ লাখ টাকা থেকে।
জাতীয় দলে গড়পড়তা পারফরম্যান্স করলেও ঘরোয়া ক্রিকেটে নাঈম বরাবরই উজ্জ্বল। এত দাম দিয়ে তাকে কেনার পেছনে এটি বড় কারণ। বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর আজ সোমবার (১ ডিসেম্বর) নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নাঈম।
অফিসিয়াল ফেসবুক পেজে নাঈম লিখেছেন, ‘বিপিএলের নিলাম আমাকে নতুন এক যাত্রার সূচনা দিয়েছে। চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে পারব ভেবে গর্ব হচ্ছে।’
দেশি-বিদেশি মিলিয়ে নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের খরচ প্রায় ৪ কোটি ৭৮ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, শাকিব খানের দলের খরচ প্রায় ৪ কোটি ৭৬ লাখ টাকা।
এরপর যথাক্রমে রংপুর রাইডার্স প্রায় ৪ কোটি ৪০ লাখ, রাজশাহী ওয়ারিয়র্স প্রায় ৪ কোটি ৩৬ লাখ, সিলেট টাইটান্স প্রায় ৩ কোটি ৪০ লাখ এবং নোয়াখালী এক্সপ্রেস প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে।
নিয়ম অনুযায়ী, নিলাম থেকে সবগুলো দলই ১২ জন করে দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে। ব্যতিক্রম ছিল রাজশাহী ওয়ারিয়র্স—তারা দলে ভিড়িয়েছে ১৩জন দেশি খেলোয়াড়। সরাসরি চুক্তি মিলিয়ে রাজশাহীর দেশি স্কোয়াড ১৫ জনের। আর অন্যন্য দলগুলোর ১৪ জনের।

স্পোর্টস ডেস্ক