নারী বিপিএল আয়োজন নিয়ে যা বলল বিসিবি
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি ডিসেম্বরে শুরু হবে টুর্নামেন্টের দ্বাদশ আসর। এর আগে রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, নারীদের বিপিএল শুরুর ইচ্ছার কথা।
বুলবুল বলেন, ‘খুব দ্রুতই নারীদের বিপিএল শুরুর পরিকল্পনা আছে বিসিবির। পুরুষ বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের নারীদের প্রতিযোগিতায় দল নেওয়ার সুযোগ দেওয়া হবে। নারী বিপিএলে দল নেওয়ার ক্ষেত্রে পুরুষ ফ্র্যাঞ্চাইজিরা অগ্রাধিকার পাবে।’
বিপিএলের একাদশ আসরেও এমন পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। তবে, সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় আছে দেশের নারী ক্রিকেট। একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছেন তারা। যে কারণে বিসিবির পরিকল্পনায় আছে নারী বিপিএল। যা নারী ক্রিকেটের প্রসারে কাজ করবে। তাছাড়া, ভারতে ইতোমধ্যে শুরু হয়েছে নারী আইপিএল।
ছেলেদের বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। বিপিএলের সূচিতেও এবার ভিন্নতা এনেছে বিসিবি। সাধারণত ঢাকা পর্ব দিয়ে শুরু হতো বিপিএল। তবে বিপিএলের ১২তম আসর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এরপর সেখান থেকে যাবে চট্টগ্রাম। পরে ফিরবে ঢাকায়।
ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে শেষ মুহুর্তে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

ক্রীড়া প্রতিবেদক