বিপিএলে দল পাওয়া কে এই এমিলিও গে?
বিপিএলের নিলামে একটি নাম নিয়ে শুরু হয় আলোচনা। বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে অনেক আনাড়ি বিদেশিই খেলেছেন। তবে, দ্বাদশ আসরের আগে চমক এমিলিও গে। ইতালির এই ক্রিকেটারকে ১০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নিলামে বিদেশি খেলোয়াড়দের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখান থেকে একেবারে অচেনা এমিলিওকে দলে নেওয়াটা অবাকই করেছে সবাইকে। কিন্তু, কে এই এমিলিও?
২৫ বছর বয়সী এমিলিও খেলেন ইতালির জাতীয় ক্রিকেট দলে। বামহাতি এই ব্যাটার করতে পারেন মিডিয়াম পেসও। ইতালিতে খেললেও তার জন্ম ইংল্যান্ডে। খেলেছেন দেশটির ঘরোয়া ক্রিকেট, ইংল্যান্ড লায়ন্স ও ইংল্যান্ড একাদশের হয়ে। তবে, আন্তর্জাতিক অভিষেক হয়েছে ইতালির জার্সিতে।
চলতি বছর অভিষিক্ত এমিলিও ইতালির হয়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচে ৬ ও ৮ রানে বিদায় নিলেও স্কটল্যান্ডের বিপক্ষে আছে ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস।
টি-টোয়েন্টির বাইরে ইতালির হয়ে চারটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এমিলিওর। মূলত তার মায়ের পরিবার ইতালির হওয়ায় তিনি দেশটির হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
এমিলিও অবশ্য চান ইংল্যান্ডের হয়ে খেলতে। কাউন্টি ক্রিকেটে তিনি নিয়মিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে করেছেন ৪ হাজার ১৫০ রান, গড় ৩৭.৩৮, সেঞ্চুরি ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৬১ রানের। বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব ডারহামের হয়ে। তিন বছরের চুক্তিতে ডারহামে যোগ দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক