বিশ্বকাপে পর্তুগাল, রোনালদোর টানা ছয়
পর্তুগালের সামনে সমীকরণ ছিল সহজ। জিতলেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত। এমন ম্যাচে প্রতিপক্ষ আর্মেনিয়াকে নিয়ে ছেলেখেলে করেছে পর্তুগাল। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রোববার (১৬ নভেম্বর) আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের জয় ৯-১ গোলের বিশাল ব্যবধানে।
ঘরের মাঠ স্তাদিও দো দ্রাগাওতে পর্তুগাল নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। সিআরসেভেনের অভাব অনুভূত হতে দেয়নি দলটি। হ্যাটট্রিক তুলে নেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াস নেভেস। এই জয়ে ’এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩।
ম্যাচের সপ্তম মিনিটে পর্তুগালকে লিড এনে দেন রেনাতো ভেইগা। ১৮ মিনিটে এদুয়ার্দ স্পার্টাইয়ান গোল করে আর্মেনিয়াকে সমতায় ফেরান। তবে, এই গোলই যেন কাল হয় তাদের জন্য। এরপর পর্তুগাল যে পাড়ার দলে পরিণত করে আর্মেনিয়াকে। ২৮ মিনিটে দলকে এগিয়ে নেন গনসালো রামোস।
প্রথমার্ধেই জোড়া গোল করেন নেভেস। ৩০ ও ৪১ মিনিটে পর্তুগিজদের এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ব্রুনো। পর্তুগাল বিরতিতে যায় ৫-১ ব্যবধানে।
বিরতির পর ৫১ মিনিটে ব্রুনো দ্বিতীয় গোল করেন। ৭২ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৮১ মিনিটে হ্যাটট্রিক করেন নেভেসও। আর ৯২ মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাও গোল করলে পর্তুগাল মাঠ ছাড়ে ৯-১ গোলের জয় ও বিশ্বকাপে ওঠার আনন্দ নিয়ে।
পর্তুগাল বিশ্বকাপে ওঠায় নিশ্চিত হয়েছে রোনালদোর আরও একটি বিশ্বকাপে অংশগ্রহণ। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হতে চলেছে তার ষষ্ঠ বিশ্বকাপ। পর্তুগালের হয়ে তো বটেই, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়তে চলেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক