প্রযোজক বারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সময় লাগবে : ডিবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সময় লাগবে।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ কথা বলেন।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ডিবি, পিবিআই ও সিআইডিসহ অনেকগুলো সংস্থা এক সঙ্গে কাজ করছে। ঘটনাস্থল থেকে ভিকটিমের একটি ফোন পাওয়া গেছে। আমার জানা মতে, ফোনটি চালু করা যায়নি। তবে, ফোনটির বিষয়ে বিস্তারিত বলতে পারবেন গুলশানের ডিসি।’
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘এই মামলার তদন্তে অনেক বিষয় সামনে নিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে। এই হত্যার রহস্য উদঘাটনে ভিকটিমের মরদেহ যে এলাকায় উদ্ধার হয়েছে সেসব বিষয়সহ অনেক বিষয় মেলাতে হবে। রহস্য উদঘাটনে আমাদের আরও সময় লাগবে। এখনই কিছু বলার মতো পাওয়া যায়নি।’
ডিবি প্রধান বলেন, ‘ভিকটিম অত্যন্ত মৃদুভাষী একজন লোক ছিলেন। তিনি যেখানে চাকরি করতেন ও থাকতেন সেখানেও খুবই কম কথা বলতেন। তাঁর খুব বেশি লোকজন পরিচিত ছিল না।’
এর আগে গত বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল লেকপাড়ের গুলশান পুলিশ প্লাজার উল্টো দিকের সড়ক থেকে ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। সেসময় পুলিশ বলেছিল, বারীর গলায় ও পেটে ছুরির আঘাত ছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।