সংসদে বোরকা-হিজাব নিয়ে সমালোচনায় এমপি মোশাররফের ক্ষোভ
বগুড়া-৪ আসনের এমপি মো. মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা জাতিকে সবেচেয়ে সুসজ্জিত করে। আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছাতে শিক্ষকরাই ভূমিকা রাখেন। কিন্তু এ দেশে শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে শিক্ষা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষকরা সারা জীবন যে প্রতিষ্ঠানে চাকরি করল সেই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয় তাদের অনেক ভোগান্তি নিয়ে। একজন শিক্ষক অবসরে যখন যান, তখন এ শিক্ষকরা পেনশনের টাকা উঠাতে সবেচেয়ে পেরেশানির শিকার হন। এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, মাননীয় স্পিকার এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। পাঠ্যপুস্তকে মহানবীর জীবনী এবং বিদায় হজের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এসব অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি বলেন, একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মহিলারা চোখ মুখ ঢেকে বোরকা বা হিজাব পরে যায়। এটা নিয়ে যদি বাংলাদেশে কথা হয় তাহলে পশ্চিমা বিশ্বে এর চেয়ে বেশি কথা বলার অধিকার রয়েছে। আমি মনে করি এ কওমি মাদ্রাসাগুলোর এখনো খারাপ কোন রেকর্ড নেই। আমার মা আমার বোন যদি একটি সুন্দর পোশাক পরিধান করে যায়, এটা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। কিন্তু কেউ যদি খারাপভাবে চলে, তাহলে ভিন্ন কথা।
শিক্ষকরা অনেক কষ্টে জীবন যাপন করছে। তাই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হোক। তাদের পেটে যদি খুদা থাকে তাহলে তারা ক্লাসে শিক্ষা দিবেন কীভাবে। তাদের মনে বাড়িতে পরে থাকবে।