পাহাড়ের জন্য পৃথক পর্যটন নীতিমালা হচ্ছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/17/photo-1452994855.jpg)
পার্বত্য চট্টগ্রামের অপার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে সরকার বদ্ধপরিকর এবং এখানে পরিবেশ-প্রতিবেশকে অক্ষুণ্ণ রেখেই পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রামের জন্য একটি পৃথক পর্যটন নীতিমালা তৈরির কাজ চলছে।
শনিবার রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের পর্যটন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এসব কথা বলেছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
এ সময় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সামসুজ্জামান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ।
পর্যালোচনা সভায় রাঙামাটির পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত, হোটেল-মোটেল ও বোট মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এবং প্রতি দুই মাস অন্তর অন্তর এ সভা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, তিনটি জেলা পরিষদকে পৃথকভাবে পর্যটন নীতিমালা তৈরির কাজ দেওয়া হয়েছে। তাদের তিনটি নীতিমালা পাওয়ার পর এগুলো একত্রীকরণ করে পূর্ণাঙ্গ পার্বত্য চট্টগ্রাম পর্যটন নীতিমালা চূড়ান্ত করা হবে।