মুরগি খেতে এসে ধরা খেল মেছোবাঘ
মুরগির খামারে একসঙ্গে অনেক মুরগির বাচ্চা দেখে আর তর সয়নি মেছোবাঘটির। কিন্তু এগোতে গিয়েই ফাঁদে আটকা পড়ে সে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের বৈখর এলাকার আলমগীরের মুরগির খামারে।
আলমগীর আজ সোমবার সকালে মুরগির বাচ্চাদের খাবার দিতে গিয়ে দেখতে পান বিরল প্রজাতির ওই মেছোবাঘটিকে। মেছোবাঘটিকে একনজর দেখতে শত শত উৎসুক জনতা বৈখর এলাকায় ভিড় জমায়।
আলমগীর বলেন, ‘আমার খামারটি গাছগাছালি এলাকায় হওয়ায় রাতে বন্য শিয়াল খামারে মুরগির বাচ্চা খেয়ে ফেলে। শিয়াল থেকে মুরগির বাচ্চাদের বাঁচানোর জন্য প্রতিদিন শিয়াল মারার ফাঁদ পেতে রাখি। কিন্তু আজ সকালে খামারে গিয়ে দেখতে পাই একটি মেছোবাঘ আমার বানানো ফাঁদে আটকে আছে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ফোন করে জানিয়েছি।’
আলমগীর আরো বলেন, ‘কয়েক দিন আগে আরেকটি ছোট মেছোবাঘ আটকা পড়েছিল। তা আমি ছেড়ে দিয়েছি।’
এ ব্যাপারে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী জানান, বন্য প্রাণী ধরা বা আটকে রাখা যাবে না। বনের প্রাণী বনেই থাকবে। প্রাণীটি আঘাত পেয়েছে কি না, সেটা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।’