ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো হাসপাতালে ভর্তি
শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যায় ভুগছেন ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো। ব্রাজিলের হয়ে কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর ফরাসি সংবাদমাধ্যম লি কুইপের।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিলের রিও দে জেনেইরোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জাগালোকে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানানো হয়।
আশার খবর হলো, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও জাগালো আগের থেকে কিছুটা ভালো আছেন। হাসাপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো রকম যন্ত্র ছাড়াই এখন শ্বাস নিচ্ছেন ব্রাজিল কিংবদন্তি।
১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলেন জাগালো। খেলোয়াড় থাকাকালীন আরেক কিংবন্তি পেলের সঙ্গে ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপ জেতেন তিনি। এরপর ১৯৭০ সালে ব্রাজিলের কোচ হিসেবেও বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই সাবেক তারকা ফুটবলার। জাগালো ছাড়া খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি আছে আর কেবল দিদিয়ে দেশম এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।