রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে সেনাবাহিনীও অভিযান চালাবে
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে এখন থেকে প্রয়োজনে সেনাবাহিনীও অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিতে যারা প্রস্তাব দিয়েছে, তাদের প্রস্তাব যাচাই-বাছাই চলছে। যুক্তরাষ্ট্রসহ কেউ আগ্রহ প্রকাশ করলে সেটি আমরা খতিয়ে দেখব। তবে, এখনও প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে অল্পসংখ্যক নয়, অধিকসংখ্যক নেওয়ার জন্য বলব। এতে আমাদের সুবিধা হবে।’