সাভারে ১৭ বছর বয়সী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ
সাভারে ১৭ বছর বয়সী এক পোশাক শ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন কর্ণপাড়া ব্রিজের নিচে এই ধর্ষণের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই কিশোরী শ্রমিকের অভিযোগ, সে উলাইলের পাগলার মোড় এলাকার মিনিনিয়া পোশাক কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিল। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাকে মোবাইল ফোনে ব্যাংক টাউন কর্ণপাড়া ব্রিজের নিচে ডেকে নেন তার পূর্বপরিচিত আবিদ খান নামের এক যুবক। এ সময় আবিদ খান তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী কিশোরী জানায়, ঘটনার পরপরই বিয়ের কথা বললে আবিদ খান গণি নামের এক যুবক ও আরও অজ্ঞাত দুই যুবককে ঘটনাস্থলে ফোনে ডেকে নিয়ে আসেন। এ সময় ওই কিশোরী শ্রমিককে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে সেখানে রেখে পালিয়ে যায় তারা। পরে রাত ১টার দিকে ওই কিশোরীর গোঙানি শুনে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় আজ বুধবার সকালে ওই কিশোরী শ্রমিক আবিদ খান নামের ওই যুবককে প্রধান আসামি ও গণি নামের আরেক যুবককে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও দুই জনের নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।