দুই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
পাশাপাশি চলা দুই ট্রেনের মাঝখানে পড়ে যান ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০)। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তৌকির আহমেদ।
তৌকির আহমেদ বলেন, ‘কারওয়ান বাজারে ডিআইটি মার্কেটের পেছনে কাঠপট্টি এলাকার রেল লাইন ধরে যাচ্ছিলেন ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল। সে সময় তিনি দুটি ট্রেনের মাঝে পড়েন। মাথায় আঘাত পান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তৌকির আরও বলেন, ‘ভোজেন্দ্রের ছেলে বিনয় চন্দ্র মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর বোন এসেছেন ঢাকায়। সেজন্য তার বাবা প্রথমে বাজার করতে কারওয়ান বাজার এসেছিলেন। সেখান থেকে বাজার বাসায় রেখে কাজে যাচ্ছিলেন ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল। তারপর এ দুর্ঘটনার খবর জানতে পারে পরিবার।’
জানা গেছে, পেশায় কাঠ ব্যবসায়ী ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল পরিবার নিয়ে তেজগাঁও খ্রিস্টানপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে।