মেট্রোরেলের পিলারে মাটি বোঝাই ট্রাকের ধাক্কা
রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।
এসআই মনির হোসেন বলেন, গতকাল শুক্রবার দিনগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা দেয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার। ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক ও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ৯ এপ্রিল দুপুরে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন।