খালেদা জিয়ার জানাজা : কানায় কানায় পূর্ণ মেট্রোরেল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে দ্রুত ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলে জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই প্রতিটি মেট্রোরেল ছিল সাধারণ মানুষে কানায় কানায় পূর্ণ।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন সায়েদাবাদের বাসিন্দা রুবেল হোসেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় শরিক হতে যাওয়ার পথে তিনি বলেন, ‘বাংলাদেশ যে দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছে, তা অপূরণীয়।’ তার মতো আরও অসংখ্য মানুষ মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিলগামী প্রতিটি কোচে ভিড় জমিয়েছেন শুধুমাত্র প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।
মেট্রোরেলের স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। জানাজায় অংশ নিতে আসা মানুষের চাপে স্টেশনের নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। বাসের চেয়ে মেট্রোরেলকে বেছে নেওয়ার কারণ হিসেবে অনেক যাত্রীই জানান, রাস্তায় তীব্র যানজট এড়িয়ে দ্রুত জানাজাস্থলে পৌঁছাতেই তারা এই বাহনটি বেছে নিয়েছেন। উত্তরা, মিরপুর ও মতিঝিল এলাকা থেকে আসা মানুষের ভিড় ছিল প্রতিটি স্টেশনে।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। গতকাল ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তিনবারের প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক