কিশোর কুমারের বাংলোতে কোহলির রেস্তোরাঁ
ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি বিশ্বসেরা ব্যাটারদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যাট হাতের পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করেছেন। শুধু ক্রিকেটে বিনিয়োগ করেছেন তা নয়। এবার রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন তিনি।
'One8 Commune' নামে একটি রেস্তোরাঁর চেইন রয়েছে। এর সর্বশেষ শাখা মুম্বাইতে খুলতে যাচ্ছেন কোহলি।
ইউটিউবে একটি ভিডিওতে, কোহলি ভক্তদের তাঁর নতুন রেস্তোরাঁয় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। রেস্তোরাঁটি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের একটি পুরানো বাংলোতে খোলা হয়েছে।
বাংলোটি (গৌরী কুঞ্জ) কিশোর কুমারের। ভিডিওতে, কোহলি ব্যাখ্যা করেছেন কেন তিনি গৌরী কুঞ্জে একটি রেস্তোরাঁ খুলতে চেয়েছেন।
অভিনেতা মনীশ পলের সাথে কথা বলার সময় ভিডিওতে কোহলি বলেন, ‘এটি প্রয়াত কিশোর দার বাংলো। এটি আসলে আমাদের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায়।’
মনীশ পল একটি মজার গল্প বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন একটি ছেলেকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তাকে একটি দ্বীপে একা থাকতে হবে, সে কার সাথে থাকতে চায়। সেই ছেলের উত্তর ছিল কিশোর দা। সেই ছেলেটি আর কেউ নয়, বিরাট কোহলি।
এ সম্পর্কে কোহলি আরও বলেন, ‘আমি মনে করি না যা কিছু ঘটে তা কাকতালীয়। এটি সবই হওয়ার কথা। তার গান আমাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করেছে। আমি একজন ব্যক্তির সাথে দেখা করতে চাইতাম, যদি তিনি বেঁচে থাকতেন, তিনি হলেন কিশোর দা। কারণ তিনি ছিলেন ক্যারিশম্যাটিক।’