মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
মুন্সীগঞ্জে সদর ও টঙ্গীবাড়িতে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মিরাকাদিম পৌরসভার নগরকসবা গ্রামে দেয়াল চাপায় জসিম দেওয়ান (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অন্যদিকে বিদ্যুৎতায়িত হয়ে মনু হাওলদার (৫০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
নিহত জসিম জেলার টঙ্গিবাড়ী উপজেলার খিলপাড়া গ্রামের আয়নাল দেওয়ানের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরকাদিম পৌরসভার নগরকসবা এলাকার সাধন মিয়ার বাড়িতে দেয়াল ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জসিম দেওয়ান অসাবধানতাবশত সেখানে গেলে আকস্মিক দেয়াল ভেঙে তার ওপর পড়ে। স্থানীয়রা জসিমকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আজ দুপুর ১২টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার গোয়ালভাঙ্গা গ্রামে মনু বিদ্যুতায়িত হয়ে নিহত হন। নিহত মনু হাওলাদারের বাড়ি সদর উপজেলার মধ্যে মহাকালি ইউনিয়নের আজিমপুরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালভাঙ্গা মসজিদে ইলেক্টিক কাজ করছিলেন মনু হাওলাদার। এ সময় অসাবধানতাবশত বিদুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।