গোপালগঞ্জে মুক্তিযোদ্ধারা পেলেন প্রধানমন্ত্রীর শীতবস্ত্র
মহান বিজয় দিবসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭০০ বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র। আজ শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বীর মুক্তিযোদ্ধাদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি একদিনে জাতির পিতা হতে পারেননি। তিনি তাঁর সংগ্রামী জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে খোকা বাবু থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, জাতির পিতা থেকে বিশ্বনেতা হয়েছেন। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে আমাদের বাংলাদেশ নামক একটি দেশ উপহার দিয়েছেন।’
শহীদ উল্লা খন্দকার আরও বলেন, ‘দেশ স্বাধীনের পরে খুব স্বল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার জন্য আমাদের একটি সংবিধান উপহার দিয়ে ছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি একটি যুদ্ধবিধ্বস্ত দেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন। বর্তমানে তাঁরই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, আবুল কালাম দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল প্রমুখ।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।