মোংলা বন্দর হাসপাতালে দন্ত ইউনিট উদ্বোধন
মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব হাসপাতালে দন্ত ইউনিট চালু করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বন্দর হাসপাতালে এ দন্ত ইউনিটের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) মো. আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলম ও বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ প্রমুখ।
ডা. মো. আব্দুল হামিদ বলেন, ‘মোংলা বন্দর হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত দন্ত ইউনিট ছিল না। ফলে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা এ হাসপাতালে দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। এখন এই ইউনিট চালু হওয়ায় মোংলা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পোষ্যরা এই বন্দর হাসপাতালেই দন্ত রোগের সব চিকিৎসাসেবা নিতে পারবেন।’
ডা. মো. আব্দুল হামিদ আরও বলেন, ‘এ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল ইউনিটে রোগীরা চিকিৎসাসেবা নিতে পারবেন। বিজ্ঞ সার্জন দিয়ে ছুটির দিন বাদে বাকি সব দিনই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে এ দন্ত চিকিৎসাসেবা।’