নওগাঁয় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রুহুল আমিন (৩৩) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই রুহুল আমিন জয়পুরহাটের সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই পদে দুই বছর ধরে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় ঘন কুয়াশার মধ্যে রুহুল আমিন পত্নীতলা থানার মধুইল বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। তিনি নজিপুর-সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনস মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত এএসআই রুহুল আমিনের আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।