সুনামগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) বলেছেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু।’
আজ রোববার (১৫ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া রোগীর নাম আশিক মিয়া। তিনি সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুরের ময়না মিয়ার ছেলে।
আশিক মিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে অবস্থান নেন রোগীর স্বজনরা। অভিযুক্ত চিকিৎসক সৈকত দাসের বিচার না করলে মরদেহ নিতে অস্বীকৃতিও জানান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রোগীর আত্মীয়স্বজনরা অভিযোগ করেন, আজ দুপুরে হাতে ও বুকে ব্যথা শুরু হলে তারা আশিক মিয়াকে সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর চিকিৎসা না করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। তার সহকারী তখন রোগীর চিকিৎসা দেন। এ সময় রোগী মারা যায়।
এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজে রোগী দেখেছি। হার্ট অ্যাটাক করে মারা গেলে তো ডাক্তারের কিছু করার নেই। আমি তাদের ইসিজি করাতে বাইরে পাঠাই।’
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রোগীর স্বজনদের আশ্বাস দিয়েছি—তারা লিখিত অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেব। তারপর তারা মরদেহ নিয়ে চলে গেছেন।’