হবিগঞ্জে মাজার থেকে মায়ের খুনি ছদ্মবেশি ফকির গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/20/hbignyj-khuni.jpg)
১৯ বছর ফকিরের বেশে মাজার ও আখড়ায় ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না মায়ের হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পাষন্ড ছেলে দিপু সরকারের।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানার উপপরিদর্শক মানিক সাহা শাহজীবাজারের ফতেহগাজী (র.) মাজার এলাকায় অভিযান চালিয়ে দিপু সরকারকে গ্রেপ্তার করেন। দিপু মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।
২০০৪ সালে দিপু সরকার তার মা রওশন বালাকে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত দিপু সরকারকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকেই দিপু সরকার ফকির সেজে বিভিন্ন মাজার ও আখড়ায় পালিয়ে থাকতে শুরু করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দিপু সরকার দীর্ঘ ১৯ বছর ফকির সেজে দেশের বিভিন্ন মাজার ও আখড়ায় পালিয়ে বেড়াচ্ছিল।