বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মাদক আনতে গিয়ে জাবির দুই শিক্ষার্থী আটক
বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। বর্তমানে তাদেরকে বংশাল থানায় রাখা হয়েছে। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতরা হলেন দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের রিপন সাহা (২৮), ৪৪তম ব্যাচের মো. জুয়েল আহমেদ (২৭) ও অ্যাম্বুলেন্স ড্রাইভার মো. আব্দুল্লাহ দুলাল।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আটককৃতদের ২ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর তাদের সাথে অ্যাম্বুলেন্স চালককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫-১৬ লিটার মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।