১৫-২০ রানের ঘাটতি পোড়াচ্ছে অধিনায়ককে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দেখেছে লাল-সবুজের দল। এই হারের জন্য মূলত বাংলাদেশের ব্যাটিং দায়ী। অধিনায়ক নিগার সুলতানাও বললেন তেমনটাই। অন্তত ১৫ থেকে ২০ রানের ঘাটতি হয়েছিল বলে জানান বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রোববার দিবাগত রাতে বিশ্বকাপের এক নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপে এই নিয়ে টানা ১৩ ম্যাচ হারল বাংলাদেশ। সব মিলিয়ে ১৭ ম্যাচে জয় মাত্র একটি,সেটি ছিল ২০১৪ আসরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।
কেপটাউনে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১২৬ রান। যা দিয়ে লড়াই করা কষ্টসাধ্য ছিল বোলারদের। তবে রানটা আরেকটু বেশি হলে দারুণ হতো বলে মনে করেন অধিনায়ক।
ম্যাচ শেষে নিগার সুলতানা বলেছেন, ‘আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এই ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু দশম ওভারের পর ভালো করতে পারিনি। ষষ্ঠ ওভারের পর বাউন্ডারি মারতে পারিনি আমরা। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’
এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৩২ বলে ২৯ রান করেন সোবহানা মুস্তারিন। ২৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ২০ রান আসে ওপেনার শামিমার ব্যাট থেকে। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।