নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পৃথিবীতে অনুকরণীয় : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ পৃথিবীর অনুকরণীয় দেশ। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে মেয়েরা শিল্প-বাণিজ্যে অনন্য ভূমিকা পালন করছে। জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তফা জব্বার। আজ রোববার (১২ মার্চ) ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান চর্চা উৎসাহিত করতে গণিত প্রতিযোগিতাকে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণিত হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। আমাদের মেয়েরাও এখন জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় অনেক সক্ষমতার পরিচয় দিচ্ছে। তারা এখন গণিত অধ্যয়নই কেবল করছে না প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে। তারা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করছে।’
মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সমাজের ধ্যান-ধারণার পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘বাবা, স্বামী কিংবা মায়ের পরিচয়ে নয়, পেশায় দক্ষতার মাধ্যমে তোমার নামেই তোমার পরিচয় অর্জন করতে হবে। প্রত্যেককে আগামী দিনের পেশা তৈরির চিন্তা করতে হবে।’
নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯ বছরে গৃহীত যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তৈরি করতে হবে। ডিজিটাল যন্ত্র প্রয়োগ করার সক্ষমতা অর্জন করার জন্য নিজের প্রচেষ্টা থাকলেই যথেষ্ট। এজন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ারও প্রয়োজন নেই।’
মন্ত্রী বলেন, ‘তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এবং ক্ষুধা দারিদ্র, বন্যা, খড়াসহ প্রাকৃতিক দুর্যোগ কবলিত হিসেবে পরিচিত বাংলাদেশ আজ ৩৫তম অর্থনৈতিক শক্তির বাংলাদেশ। আজকের এ রূপান্তর বিশ্বের বিস্ময়।’
বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মোহাম্মদ সামাদ, বিজ্ঞান বিভাগের ডিন ড. মোহাম্মদ আব্দুস ছামাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী খুশি কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম বক্তব্য দেন।
এরপর এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের সহযোগিতায় আয়োজিত সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের মধ্যে ৭ম নারী গণিত অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।