মামলা দায়ের চলছে মাহফুজ আনামের বিরুদ্ধে
দেশের ইংরেজি দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে সপ্তাহের শেষদিকে আটটি মামলা দায়ের হয়েছে বিভিন্ন জেলায়। গত বুধবার বিভিন্ন আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে এসব মামলা করা হয়।
এ নিয়ে ৪৮টি মামলা করা হয়েছে মাহফুজ আনামের বিরুদ্ধে।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
আরিচ আহমেদ শাহ্, চট্টগ্রাম
মাহফুজ আনামের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম মামুন। আদালত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে মানহানি মামলা দায়ের করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন।
মামলার বাদী অভিযোগ করেন, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ডেইলি স্টার সম্পাদক তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।
নাসির আহমেদ, গাজীপুর
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম নষ্ট ও হেয় করার অভিযোগে সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে গাজীপুরের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন।
গত বুধবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক আদলত-২-এ মামলাটি দায়ের করেন গাজীপুর জজকোর্টের আইনজীবী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।
বাদী আমানত হোসেন খান জানান, ৯ ফেব্রুয়ারি গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে টক শোর ওই খবর জানতে পারেন। পরে তিনি বুধবার মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন এবং আসামিকে আগামী ২ জুন সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
আহসান হাবীব, রাজবাড়ী
শেখ হাসিনার নামে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে বুধবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই-বাছাই না করেই তা প্রকাশ করা হয়। মামলার আরজিতে বলা হয়, যা পাঁচ কোটি টাকা সমতুল্য মানহানিকর।
আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ২০ মার্চ তারিখ ধার্য করেছেন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
জয়পুরহাটে সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঁচশ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। গত বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো বাদী হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইর সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী সংবাদ প্রকাশ করেছেন মাহফুজ আনাম।
আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল আমিন ভূঁইয়া মামলাটি গ্রহন করে আগামী ২০মার্চ মামলার আদেশ শুনানির দিন ধার্য করেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহের আলাদা দুটি বিচারিক আদালতে মাহফুজ আনামের তিনটি মামলা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন ও আইনজীবী মোয়াজ্জেম হোসেন বাবুল বুধবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা করেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালত-১-এ মামলাগুলো দায়ের করা হয়। আদালতের বিচারক মো. আহসান হাবীব মামলাটি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
অন্যদিকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহাম্ম্মেদ অপরাধমূলক ষড়যন্ত্র ও মানহানির অভিযোগে বুধবার দুপুরে মামলা করেন।
৪ নম্বর আমলি আদালতের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম রফিকুল বারীর আদালতে মামলাটি দায়ের করা হয়।