ফিফায় নিষিদ্ধ বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ
ফিফায় নিষিদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সংস্থাটির ফান্ডের হিসাবে গরমিলের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি করা হয়েছে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্র্যাঁ) জরিমানা।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সোহাগকে কারণ দর্শাতে বলেছিল তারা।
জানা গেছে, বাফুফেকে দেওয়া ফিফার অনুদানের অর্থ সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন সোহাগ। পরে কেনাকাটায় অনিয়ম ও গরমিল পাওয়ায় তাকেসহ বাফুফের আরও দুই কর্মকর্তাকে শোকজ করে ফিফা।
আরও জানা যায়, ফিফার ক্রয়নীতি অনুসারে, কোনো কিছু কিনতে হলে সংশ্লিষ্ট দেশকে অন্তত তিনটি দরপত্র প্রকাশ করতে হবে। বাফুফে সেই কাজটি করলেও পরবর্তীতে এসব খাতসহ একাধিক বিভাগে গোঁজামিল পেয়েছে ফিফা। এর প্রেক্ষিতে সোহাগের বিরুদ্ধে অনুদানের অর্থ নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ আনা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত হয় তদন্ত কমিটি। আজ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে।
ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির নীতিনির্ধারক চেম্বার আজ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাফুফের সাধারণ সম্পাদক ফিফার নৈতিকতা আইন, ২০২০-এর ধারা ১৩ (সাধারণ দায়িত্ব), ১৫ (বিশ্বস্ততার দায়িত্ব) ও ২৪ (জালিয়াতি ও মিথ্যা প্রকাশ) লঙ্ঘন করেছেন। ফলে তাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
দেশের ফুটবলের এমনিতেই বেহাল দশা। তার মধ্যে এমন সংবাদ ফুটবলের জন্য ক্ষতিই বয়ে আনবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।