‘আমি মাঝেমধ্যে ভাবি কীভাবে বাংলাদেশের স্পোর্টস বেঁচে আছে’
বাংলাদেশের মানুষ ভীষণ ক্রীড়াপ্রেমী। ক্রিকেট ও ফুটবল তো আছেই, এর বাইরে আরও বেশকিছু জনপ্রিয় খেলা আছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আছে আর্চারি, ভারোত্তোলনের মতো খেলার। এসব সাফল্য পরবর্তীতে ধরে রাখা যায়নি। ক্রিকেটের বাইরে নিয়মিত খেলাও তেমন আয়োজন করে না অন্যান্য ক্রীড়া সংগঠনগুলো।
দেশের ক্রীড়াঙ্গনের এমন বেহাল দশায় হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মাঝেমধ্যে ভাবি কীভাবে বাংলাদেশের স্পোর্টস বেঁচে আছে!’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে আজ সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের প্রায় সবগুলো ফেডারেশনে দীর্ঘদিন একটা হীন অবস্থা করেছে। একটা ফেডারেশনে তো শুনলাম ৪০ বছর ধরে একজন প্রেসিডেন্টের দায়িত্বে বসে আছেন। সেখানে যদি উন্নতি হতো একটা কথা ছিল। আমি মাঝেমধ্যে ভাবি কীভাবে বাংলাদেশের স্পোর্টস বেঁচে আছে। এটা সম্ভব হয়েছে স্পোর্টসের প্রতি এ দেশের মানুষের আগ্রহের জায়গা থেকে।’
ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে, বিশেষত ফুটবলক আগের মতো জনপ্রিয় করতে সবার সহযোগিতা চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে কোনো কমতি রাখা হবে না বলে জানান তিনি। এ ছাড়া, সব ফেডারেশনেই সংস্কার এবং খেলা নিয়মিত করার ব্যাপারে আশাবাদী তিনি।