পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের নতুন পোশাক ও টাকা বিতরণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চার শতাধিক শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও ঈদ সালামি হিসেবে নতুন টাকা বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৯ এপ্রিল) জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের নতুন পোশাক ও ঈদসালামি প্রদান করা হয়৷
অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আকন্দ, পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পুনাক জেলা শাখার সভানেত্রী মনিরা ইয়াসমিন আঁখি, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, সমাজ সেবক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।