সোহাগের বিষয়ে বাফুফের নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আজ মঙ্গলবার (২ মে) মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনের দ্বিতীয় তলার বোর্ড রুমে অনুষ্ঠিত হয় সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা। সেখানে জানানো হয়, সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তদন্ত প্রতিবেদন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোর মুখ দেখবে।
এ লক্ষ্যে গঠন করা হয়েছে নতুন তদন্ত কমিটি। কমিটির কাজ হবে সোহাগের সার্বিক অনিয়ম সঠিকভাবে খতিয়ে দেখা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন ফুটবল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল। বহুল আলোচিত এই সভায় এমনটিই জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সোহাগ ইস্যু ছাড়াও সভায় ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। ফিফা থেকে পাওয়া তিন মিলিয়ন ডলার দিয়ে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ পরিবর্তন করে নতুন টার্ফ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। অবশিষ্ট অর্থ কক্সবাজারে বাফুফের সেন্টার অব এক্সিলেন্স নির্মাণে ব্যয় করা হবে।
এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমাদের কমলাপুর ও ফেডারেশনে যে দুইটা টার্ফ আছে, সেগুলোর বয়স প্রায় ৯/১০ বছর হয়ে গেছে। আমরা সেগুলো পরিবর্তন করব। কক্সবাজারে আমরা জমি পেয়েছি। সেই জমির উপর ডিজাইন করে ফিফার কাছে পাঠাব। ফিফা অনুমতি দিলে কাজ শুরু হবে।’
সভায় এএফসি অনুর্ধ্ব-১৭ নারী ফুটবলের প্রথম ধাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি তরুণীদের ভূয়সী প্রশংসা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।