যে একাদশ নিয়ে মাঠে নামল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। বাংলাদেশ দলে পরিবর্তনের ছোঁয়া লাগছে। বিশ্বকাপকে সামনে রেখে যাচাই বাছাই করছে টিম কর্তৃপক্ষ। পূর্ণ শক্তির দল নিয়েই আইরিশদের সঙ্গে নেমেছে বাংলাদেশ।
ওপেনিংয়ে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামবেন জাতীয় দলে ছন্দে থাকা লিটন দাস। ব্যাট হাতে মিডল অর্ডারে মুশফিকুর রহিম আছেন অসাধারণ ফর্মে। তরুণ তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, এবাদতরা নিজেদের প্রমাণ করছেন গত দুই সিরিজ ধরেই।
ইংল্যান্ডের কন্ডিশন সবসময়ই পেস বোলিংয়ের উপযোগী। আদর্শ পেসের পিচে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের শক্তির অন্যতম বড় জায়গা স্পিন। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে সঙ্গ দেবেন মেহেদি হাসান মিরাজ।
পাঁচ ব্যাটার ও ছয় বোলার এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করে আইরিশবধে মাঠে নামলো চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
আয়ারল্যান্ডের একদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার, গ্রাহাম হিউম, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জস লিটল।