মাহফুজ আনামের বিরুদ্ধে ঝালকাঠিতে সমন
ঝালকাঠিতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছেন আদালত। মাহফুজ আনামকে আগামী ৩১ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. জায়েদ আহম্মেদ এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আ স ম মোস্তাফিজুর রহমান মনু জানিয়েছেন, জরুরি অবস্থার সময় শেখ হাসিনার বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতির খবর প্রকাশ করার অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করা হয়।
মামলার বাদী বনি আমিন বাকলাই জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া সংবাদ যাচাই না করেই ডেইলি স্টারে ছাপানো হয়। এ ঘটনা পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম নিজেই স্বীকার করেছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ স্বীকারোক্তি দেন।
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় বাদী পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলা তথ্য কর্মকর্তাকে। তথ্য কর্মকর্তা মো. হাসিবুল হাসান তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।