দিনরাত কঠোর পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়ার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পাশাপাশি দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত নানামুখী ষড়যন্ত্র ও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও চালিয়েও দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারেনি। এরই মধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে ২০৪২ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণী-পেশার মানুষকে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক আলহাজ মতিয়র রহমান খান। অনুষ্ঠান পরিচালন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জ আজম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, ছবি বিশ্বাস এমপি, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, যুব মহিলা লীগের সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক শফি আহমেদ, অ্যাডভোকেট আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান ও নূর খান মিঠু।
সম্মেলনে সভাপতি পদে দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিয়র রহমান খানকে সভাপতি এবং দলের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন সৈয়দ আশরাফ।