রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু, সেতু সচিবকে মানবাধিকার কমিশনারের চিঠি
রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে ১২ বছর বয়সের এক অজ্ঞাত শিশু মারা যাওয়ার ঘটনায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবকে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় কারো কোনো দায় বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে চিঠিতে। এ ছাড়া আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই ঘটনার প্রতিবেদন দিতে বলেছে মানবাধিকার কমিশন।
আজ মঙ্গলবার (৩০ মে) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সই করা এক স্বপ্রণোদিত (সুয়োমটো) আদেশ জারি করেছে মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশন বলছে, রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে ১২ বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।
দুর্ঘটনার পর আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কমিশন বলছে, পথশিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এ ধরনের ঘটনা পথচারীদের চলাচলে নিরাপত্তা বিঘ্নিত করে। এভাবে রড পড়ে মৃত্যুর ঘটনাটি কর্তৃপক্ষের অবহেলাজনিত। এটা আরও বড় আকারে ঘটতে পারতো। এর দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় বলে মনে করে কমিশন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে।
এ অবস্থায় ঘটনাটি তদন্ত করে এর পেছনে কারও কোনও দায় বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন আকারে কমিশনকে অবহিত করতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবকে বলা হয়েছে।