সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘন
রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘন। তাঁরা এখনও নিরাপত্তা শঙ্কায় আছে বলে মন্তব্য করেছেন ওই ঘটনায় গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান আশরাফুল আলম।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তদন্ত কমিটির প্রধান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আরও দুই সদস্য। তদন্ত কমিটি ঘটনাস্থলে হামলার শিকার ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির আহ্বায়ক আরও বলেন, ‘ঢাকা ফিরেই যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে।’
এর আগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঘটনাস্থলে আসেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ধরনের অনুদান দেওয়া ছাড়াও তাদের সাহস যুগিয়েছেন।’
গত রোববার রাতে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার পরিতোষ সরকার নামের এক ব্যক্তি পবিত্র কাবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর পোস্ট দিলে তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টায় একদল দুর্বৃত্ত পরিতোষের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে উত্তর করিমপুর ও কসবা এলাকায় বেশ কিছু বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে দুটি মামলা করেন। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিতোষসহ তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ভাঙচুর অগ্নিসংযোগ হামলা লুটপাট এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।