সব খেলা দেখাতে ‘বিসিবি টিভি’ খোলার সিদ্ধান্ত
বিদেশের মাটিতে বাংলাদেশি চ্যানেলগুলোর খেলা সম্প্রচারে অনীহা নতুন কিছু নয়। কদিন আগে আয়ারল্যান্ড সিরিজেও বাংলাদেশি কোনো চ্যানেলে খেলা দেখায়নি। বারবার দেশি চ্যানেলগুলোর এমন অনীহা দেখে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাইতো বাংলাদেশের সব খেলা দেখাতে নিজস্ব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ে ‘বিসিবি টিভি’ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুতই নিজস্ব চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি।
বোর্ড সভা শেষে খবরটি সাংবাদিকদের জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘আমরা আজকে ঠিক করেছি আমরা বিসিবি টিভির জন্য আবেদন করব। আশাকরি আমরা অনুমোদন পেয়ে যাব। তখন খেলা দেখানো নিয়ে আর অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক খেলা নয় বাংলাদেশের সব খেলাই তখন আমরা দেখাতে পারব।’
ঘরের মাঠে খেলা হলে তা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। কারণ কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে। তবে গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু বিদেশের মাটিতে সিরিজগুলোতে। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। ভক্তদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার ‘বিসিবি টিভি’ নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।