দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
বাংলাদেশ ক্রিকেটে একজন দেশি কোচের জন্য হাহাকার ছিল বহুদিন। নানা সময়েই নিয়োগ প্রক্রিয়ার কথা শুনিয়েও পূর্বের বোর্ড সেই আলো দেখাতে পারেনি। অবশেষে, বিসিবি প্রধান ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে দেশি কোচের সংযুক্তি ঘটল বাংলাদেশের কোচিং প্যানেলে। মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের জ্যেষ্ঠ সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড।
দায়িত্ব নিয়ে আজ শুক্রবার (৭ নভেম্বর) বিসিবির অফিশিয়াল সোশ্যাল প্লাটফর্মে নিজের দায়িত্ব ও চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেছেন সালাউদ্দিন। জানিয়েছেন, সামনের যাত্রায় কী কী চ্যালেঞ্জ থাকছে? সেই সঙ্গে দেশীয় কোচদের পথ সুগম করার বার্তা দিয়ে রাখলেন সালাউদ্দিন।
কোচিং পেশায় বাংলাদেশিদের নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘অনেক দিন ধরেই শুনছি বোর্ড দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে। সেই জায়গায় আমি যদি পথটা দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, আমার দেশি কোচরাও হয়তো ভালো করবে। পরবর্তী সময়ে যে সব দেশি কোচ আসবে বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে। সেই সঙ্গে কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি। আমার মনে হয় এই বিশ্বাস টা কারও না কারও নেওয়া উচিত ছিল। সেই বিশ্বাসটা যদি আমি রাখতে পারি, পরের কোচদের জন্য বড় পথ খোলা হয়ে যাবে। একজন কোচ হিসেবে কোচ-সমাজে পথ দেখানোর একটা বড় দায়িত্ব আমার পড়ে গেছে। সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
এ ছাড়া বর্তমান দলের ক্রিকেটারদের নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকেরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। (আমাদের কাজ) পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়। এখন খেলোয়াড়েরা মেন্টালি, ফিজিক্যালি ও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী। যেটা হয়তো আগে ছিল না। এখন ভালো করার সুযোগ বেশি।’