বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস
বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে দুই শহীদ মুশতাক ও জুয়েলকে উৎসর্গ করে বরাবরই একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও ব্যতিক্রম হয়নি। সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় আজ সোমবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রদর্শনী ম্যাচ। যেখানে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত এই ম্যাচে দারুণ পারফর্ম করেন মোহাম্মদ রফিক। ১৬১.১১ স্ট্রাইক রেটে মাত্র ৩৬ বলে ৫৮ রানের ইনিংস উপহার দেন তিনি। তার ব্যাটে চড়েই শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। ব্যাট হাতে দারুণ করা রফিক বোলিংয়েও নিয়েছেন দুই উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন রফিক।
এদিন আগে ব্যাট করে ১৫ ওভারে ১২৮ রান করে শহীদ মুশতাক একাদশ। জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রান করে জয় তুলে নেয় শহীদ জুয়েল একাদশ।
মুক্তিযুদ্ধে দেশের দুই বীর ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী (জুয়েল) আর মুশতাক আহমেদ হানাদার পাকিস্তান সেনাদের হাতে শহীদ হন। এই দুই শহীদের অবদানকে শ্রদ্ধা জানাতে ১৯৭২ সাল থেকে নিয়মিত স্মরণ করা হচ্ছে ক্রিকেট আয়োজনের মাধ্যমে। এবারও সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় হয়ে গেল শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের লড়াই।
সংক্ষিপ্ত স্কোর
শহীদ মুশতাক একাদশ- ১২৮/৫ (১৫ ওভার) (হান্নান ২৫, হাসানুজ্জামান ১৯, অপি ১৪, নান্নু ১২, হাসিবুল ১২; রফিক ২/১৩, তালহা জুবায়ের ২/২৫)।
শহীদ জুয়েল একাদশ- ১৩৩/১ (১৪.২ ওভার) (রফিক ৫৮, এহসানুল ৪৩*, নাফীস ১৬*; রাজ্জাক ১/২৫)।
ফল : ৯ উইকেটে জয়ী শহীদ জুয়েল একাদশ।