মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পুলিশ।
আজ শনিবার এ-সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকতা চট্টগ্রামের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।
রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট ধারায় মামলাটি দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করল পুলিশ।
পরিদর্শক নূর হোসেন সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। মন্ত্রণালয় অনুমোদন দিলে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে।
গত ১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মোট তিনটি মামলা দায়ের হয় চট্টগ্রামের আদালতে। এর মধ্যে মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে করা দুটি মানহানির মামলায় হাজির হতে সমন জারি করা হয়েছে।
এ ছাড়া সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন মহানগর হাকিম ফরিদুল আলম।