ঝড়ো ব্যাটিংয়ের দিনে সাব্বিরের ২০ রানের আক্ষেপ
দলের ঝুলিতে কোনো রান যোগ না হওয়ার আগেই ওপেনার মোহাম্মদ মিথুন সাজ ঘরে ফিরে গেছেন। দুই রানের মাথায় ফিরে গেছেন আরেক ওপেনার সৌম্য সরকারও। লাসিথ মালিঙ্গা বিহীন লঙ্কান বোলাররা শুরুতেই বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে, তা বলতেই হবে। তখন মনে হয়েছিল, এদিন বুঝি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখবে ক্রিকেটপ্রেমীরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ন্যাড়া উইকেটে স্বাগতিক ব্যাটসম্যানরা ধীরে ধীরে সেই দুর্দশা থেকে বেরিয়ে আসে। অল রাউন্ডার সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে সাব্বির রহমান অগ্রণী ভূমিকা রাখেন দলের এই ব্যাটিং বিপর্যয় এড়াতে।
দারুণ সব চার-ছক্কার ফুলঝুড়িতে মিরপুরের দর্শকদের মাতিয়ে রাখেন সাব্বির। আর লঙ্কার বোলারদের করে ফেলেন এক রকম কোনঠাঁসা। সেই সঙ্গে খেলে ফেলেন টি-টোয়েন্টিতে নিজের সেরা ইনিংসটিও। এর আগে তাঁর সেরা ইনিংসটি ছিল গত এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫১ রানের হার না মানা একটি ইনিংস।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ১৭তম টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় অর্ধশতক করেন সাব্বির। এতটাই দৃষ্টিনন্দন তাঁর এই ইনিংসটি ছিল, মিরপুরের দর্শকরা যেন চোখ জুড়িয়ে দেখেছেন। ৫৪ বলে ৮০ রান করে সাজ ঘরে ফিরে গেছেন তিনি। অসাধারণ এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছক্কায় সাজিয়েছেন। অবশ্য আর ২০ রান করতে পারলে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক পূর্ণ করতে পারতেন।
সেই আক্ষেপ হয়তো অনেকদিন থাকবে সাব্বিরের। তবে চরম দুর্দশা থেকে দলকে যে একটা ভালো সংগ্রহের পথ দেখিয়েছেন তা অনেকদিন মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।