ব্যাটিং দাপটে দ্বিতীয় দিনও ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনেও গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) দাপট দেখিয়ে দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ১৫০ রানের জবাবে দুই উইকেট হারিয়ে ৩১২ রানে ব্যাট করছে ভারত। ইতোমধ্যে ১৬২ রানের লিড নিয়ে এই টেস্টে চালকের আসনে বসেছে রোহিত শর্মার দল।
বিনা উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৩০ ও অভিষিক্ত যশস্বী জাইসওয়াল ৪০ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। সেই জুটি থামে ২২৯ রানে। এশিয়ার বাইরে এটিই ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।
১০৩ রান করা রোহিতকে থামান অ্যালেক অ্যাথেনাজ। জসুয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে তাকে ফেরান অ্যাথেনাজ। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি শুভমান গিল। ৬ রান করা গিলকে ফেরান জোমেল ওয়ারিকান। অ্যাথেনাজের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।
২৪০ রানে দুই উইকেট হারানো ভারত এরপর আর কোনো উইকেট হারায়নি। বিরাট কোহলির সঙ্গে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি নিয়ে ভারতকে নিরাপদ অবস্থানে নিয়ে গেছেন দুজন। কোহলি ৩৬ রানে অপরাজিত আছেন।
ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নেন ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটার যশস্বী জাইসওয়াল। ৩৫০ বলে ১৪ চারে ১৪৩ রানে অপরাজিত আছেন তিনি। এক ইনিংসেই কয়েকটি রেকর্ড গড়েন তরুণ এই তুর্কী।
এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হয় ভারত। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানে অলআউট হয় তারা। রবিচন্দ্রন অশ্বিন নেন পাঁচ উইকেট। রবীন্দ্র জাদেজা পান তিনটি।