ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রতারণার অভিযোগে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের প্রভিডেন্ড ফান্ডের অর্থ কর্মীদের বেতন থেকে কেটে নিলেও তা নির্ধারিত একাউন্টে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য করার পাশাপাশি ব্যবসায় হাত পাকিয়েছেন। বেঙ্গালুরু সেঞ্চুরি লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি চালু করেছিলেন তিনি। সেখানে একাধিক কর্মী কাজ করেন। এবার উথাপ্পার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য যে টাকা কাটা হয়, তা সঠিক জায়গায় জমা হয়নি। মোট ২৩ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত ৪ ডিসেম্বর উথাপ্পার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রেফতারি পরোয়ানাতে যে ঠিকানা রয়েছে, সেখানে এক বছর ধরে থাকেন না উথাপ্পা। তিনি বর্তমানে দুবাইতে বসবাস করেন। এই জালিয়াতির ঘটনায় উথাপ্পাকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে ২৩ লাখ রুপি জমা দিতে বলা হয়েছে। না হলে পরোয়ানা কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন বেঙ্গালুরু থেকে উঠে আসা এই ক্রিকেটার। আইপিএলে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। খেলেছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬ ওয়ানডেতে ৯৩৪ এবং ১৩ টি-টোয়েন্টিতে ২৪৯ রান করেছেন উথাপ্পা।