চমক দিয়ে ভারতের বিশ্বকাপের দল ঘোষণা
ক্রিকেটের ধুন্ধুমার লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকিছুই প্রস্তুত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জন্য চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করল ভারত।
আজ শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
গত কয়েকদিন ধরেই আলোচনার টেবিলে ছিল ভারতের বিশ্বকাপ দল। টি-টোয়েন্টিতে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারতকে পড়তে হবে মধুর সমস্যায় এমনটা আগেই বোঝা গিয়েছিল। আলোচনায় ছিল বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলের স্কোয়াডে থাকা।
সেই আলোচনার সমাপ্তি হলো ১৫ সদস্যের স্কোয়াডে গিলের না থাকার মধ্য দিয়ে। বিশ্বকাপের জন্য দলে নেই তিনি। দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তাকে সহযোগিতা করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সান্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ।

স্পোর্টস ডেস্ক