জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশন
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে অনশন করেছেন সাংবাদিকরা। আজ শনিবার (১৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনশন কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচিতে ১৭ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার, দ্রুত সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনশন কর্মসূচির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়েন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর। খবর পেয়ে সাংবাদিকদের অনশন ভাঙার অনুরোধ করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। পরে, দুপুর ২টায় মেয়র নজরুল ইসলাম সওদাগর ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন রাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরের দিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।