মেসির সঙ্গে এবার মায়ামিতে জর্দি আলবা
লিওনেল মেসি মায়ামিতে পাড়ি জমানোর পর থেকেই আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। আর্জেন্টাইন তারকা যাওয়ার পর ইন্টার মায়ামি রূপ নিচ্ছে সাবেক বার্সেলোনা তারকাদের মিলনমেলায়।
মেসির পরপরই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে নাম লিখেছেন সাবেক বার্সা তারকা সার্জিও বুসকেটস। গিয়েছেন কোচ জেরার্দো মার্তিনো। এবার একই পথে হাঁটলেন বার্সার আরেক সাবেক তারকা জর্দি আলবা।
গেল মৌসুম শেষেই বার্সেলোনা অধ্যায় শেষ করেন আলবা। বার্সার পর এবার তিনি বেছে নিলেন মায়ামিকে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জর্দি এর মধ্যেই চুক্তি করে ফেলেছে এবং কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবে। তার ওপর ভরসা রাখছেন তাতা (কোচ জেরার্দো মার্তিনো)।’
এ ছাড়া সাবেক বার্সা তারকা লুইস সুয়ারেজকেও আনতে চায় মায়ামি। যদি সুযোগ থাকে তাঁর সাথেও আলোচনা করবে তারা। এ ব্যাপারে ক্লাবের প্রধান বলেন, ‘আমি ঠিক জানি না, লুইস সুয়ারেস কীভাবে গ্রেমিও ছাড়তে পারে! তবে সে যদি ছাড়ে, তাহলে আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি ও ইন্টার মায়ামিতে আনতে পারি।’