পুকুরপার থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকার ধামরাইয়ে পুকুরের পার থেকে বস্তাবন্দি এক যুবককে উদ্ধার করা হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রবিউল (৩০)। তিনি সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের মো. আলতাফ শেখের ছেলে। ছোটখাটো ঠিকাদার হিসেবে কাজ করতেন স্থানীয় এক পোশাক কারখানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে পুকুরপারে চটের বস্তা দেখতে পান তারা। বস্তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে দেখে কৌতূহলবশত সেটি তারা তুলে আনেন এবং বস্তার মুখ খুলতেই মুমূর্ষু এক যুবককে দেখতে পান। তার শরীরে জখম ছিল।
প্রত্যক্ষদর্শী আশরাফ নামে একজন বলেন, ‘সড়কের পাশে পুকুরপারে একটি চটের বস্তা পড়ে ছিল। সেটি নড়াচড়া করতে দেখে তুলে আনার পর দেখি ভেতরে জীবিত মানুষ। তাকে বস্তা থেকে বের করা হয়। তার বাম পা ভাঙা ছিল, পায়ের রগ কাঁটা এবং শরীরজুড়ে মারধরের জখম ছিল। তিনি পানি পান করতে চাইছিলেন। আমরা পানি খাইয়ে মাথায় পানি ঢেলে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি, পথেই মারা গেছেন তিনি।’
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে জখম ছিল। মরদেহের সুরতহাল শেষে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। ঘটনা তদন্তে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।’