রাজধানীতে কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে আহত চারজন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে গাছটি ভেঙে পড়ে। এতে গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গাড়ি, একটি প্রাইভেটকার ও একটি রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছে চারজন।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল ইসলাম।
রাকিবুল ইসলাম বলেন, ‘শহীদ মিনারের পাশের রাস্তার একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। গাছটি যখন ভেঙে পড়ে তখন এটি গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গাড়ি, একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী রিকশার ওপরে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।’
ঘটনার খবর পেয়ে পলাশী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছটি সরানোর কাজ করছে বলে জানান রাকিবুল ইসলাম।
জানা গেছে, এ ঘটনায় আহতরা হলেন গণপূর্ত মন্ত্রণালয়ের গাড়ির চালক ও তার পাশের যাত্রী, রিকশা চালক ও যাত্রী।
রাকিবুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।