যে কারণে কানাডায় গেলেন না আফিফ
কানাডায় চলছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। শুরু থেকেই টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব-লিটনের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলার সুযোগ ছিল তার। গত ৩০ জুলাই বিসিবির পক্ষ থেকে অনাপত্তিপত্রও পেয়ে যান বাঁহাতি এ ব্যাটার। কিন্তু ভিসা জটিলতায় কানাডার বিমান ধরা হলো না তার।
বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়ার পর ৩০ জুলাই বিকেলেই কানাডার বিমান ধরার কথা ছিল আফিফের। বিন্তু, এখনও ভিসা হাতে না পাওয়ায় কানাডা যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার। সেক্ষেত্রে যদি ভিসা হাতে আসেও, কানাডায় যাবেন না তিনি।
কারণ হিসেবে জানা যায়, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হবে আগামী ৬ আগস্ট। যদি আফিফ ভিসা হাতে পান, তবুও সারের হয়ে গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পাবেন তিনি। মাত্র এক ম্যাচের জন্য কানাডা যাবেন না আফিফ।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বিসিবির কাছ থেকে ৮ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছিলেন আফিফ। যেহেতু যাননি, গতকাল সোমবার (৩১ জুলাই) যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টেস্ট ক্যাম্পে।