নাশকতার মামলায় বিএনপিনেতা সালাহ উদ্দিনসহ চারজন কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্য তিন আসামি হলেন- নয়ন মিয়া, শাহিন মিয়া ও আজিজুল ইসলাম।
এদিন যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল দুপুর দেড়টার দিকে আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। পরে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। রাজধানীতে ভাঙচুর ও নাশকতার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে ডিবি প্রধান বলেন, বিএনপির ডাকা গত ২৮ জুলাইয়ের মহাসমাবেশের কোনো অনুমতি ছিল না। মহাসমাবেশের দিন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে রক্তাক্ত করে এবং তিনটি বাসে আগুন দেয়। রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাহ উদ্দিন। অন্য দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।