আশুলিয়ায় বাসে আগুন, ভিডিও দেখে গ্রেপ্তার ৬
ঢাকার সাভারে বাসে আগুন দেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে থানা ও গোয়েন্দা পুলিশ আসামিদের শনাক্ত করে। পরে ঢাকা, খুলনা ও রংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
গ্রেপ্তার আসামিরা হলেন—ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান, ধামরাই পৌর ছাত্রদল নেতা অপূর্ব চন্দ্র দাস, বিএনপিনেতা মুমিনুল ইসলাম, যুবদলনেতা রাজীব হোসেন ও সুজন।
গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন। তাদের সাত দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অংশ নেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান, আব্দুল্লাহিল কাফি, মোবাশ্বিরা হাবীব খান, শাহিদুল ইসলাম, আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় আরিচাগামী বিকাশ পরিবহণের বাসে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।