জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষের চেষ্টা চলছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসীদের শেষ করতেই ১/১১-এর সৃষ্টি করা হয়েছিল। আর এর সঙ্গে যারা জড়িত ছিল, তারাই আজ তাদের বিরুদ্ধে বলছেন। বর্তমানেও জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার সব ধরনের চেষ্টা চলছে।
আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারাবরণ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ফখরুল বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও ব্যক্তি স্বাধীনতাসহ সব কিছুই অনিশ্চিত। এ অবস্থা থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, দেশের গণতন্ত্রসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে তরুণ সমাজের কোনো বিকল্প নেই। তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্রকে বারবার নস্যাৎ করার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যখনই প্রতিবাদ করা হয় তখনই তাকে রাষ্ট্রদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।